ইতিহাসের ধারায় বাংলার লোকশিল্প: নাটোরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প শখের হাঁড়ি ড. মোঃ আমিরুল ইসলাম সহকারী অধ্যাপক ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১. প্রসঙ্গকথা মানুষের জীবনধারা ও সাংস্কৃতিক গতিশীলতা পরস্পরের পরিপূরক। কোনো বিশেষ অঞ্চলের ভৌগোলিক অবস্থান ঐ অঞ্চলের মানুষের জীবনাচার, রীতি, চিন্তন-প্রণালি, নিয়মাবলী, বিশ্বাস-সংস্কার, উৎসব-পার্বণ, ভাষা, সাহিত্য, শিল্পকলা, মূল্যবোধ ও চৈতন্যকে প্রভাবিত করে। যেহেতু, একটি বিশেষ অঞ্চলের আবহাওয়া...
" />