কনক আমিরুল ইসলাম স্বদেশ ও স্বজাতিকে ভালবেসে যারা বিশ্বের সামনে চির অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছেন উইলিয়ম জন থম্্স্ তাঁদের মধ্যে অন্যতম। তিনি ‘ফোকলোর’ শব্দটির উদ্ভাবক হিসেবে সারা বিশ্বে স্মরণীয়। পাশাপাশি ফোকলোরের চর্চাকেও নিরলস চেষ্টার মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন। দেশকে ভালবেসে মানবিক সম্পর্কের শিকড় ধরে যারা সমৃদ্ধ জাতি এবং শান্তিপূর্ণ পৃথিবীর স্বপ্ন দেখেন, তাদের ফোকলোরের দ্বারস্থ...
" />