ড. মো. আমিরুল ইসলাম ১৯৩৫ সালের জুলাই মাসে ‘শিক্ষা ও সংস্কৃতি’ প্রবন্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনৈক আমেরিকান লেখকের কথার সুর ধরে বলেছিলেন, ‘আধুনিক শিক্ষা থেকে একটা জিনিস কেমন করে স্খলিত হয়ে পড়েছে, সে হচ্ছে সংস্কৃতি। চিত্তের ঐশ^র্যকে অবজ্ঞা করে আমরা জীবনযাত্রার সিদ্ধি-লাভকেই একমাত্র প্রাধান্য দিয়েছি। কিন্তু সংস্কৃতিকে বাদ দিয়ে এই সিদ্ধিলাভ কি কখনো যথার্থভাবে সম্পূর্ণ...
" />