নরোত্তম ঠাকুরের অন্তর্ধান ও প্রেমতলীর বৈষ্ণব মেলা আমিরুল ইসলাম সহকারী অধ্যাপক ফোকলোর বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গ কথা একটি বিশেষণ হিসেবে ‘মেলা’ কথাটি লোকসমাজে ‘বহু’, ‘অনেক’, ‘প্রচুর’ প্রভৃতি বহুত্ববাচক অর্থে যখনই উচ্চারিত হয়; তখনই চোখের সামনে ভেসে ওঠে সমাজে বসবাসরত লোকেদের একত্রে মিলিত হওয়ার একটি প্রতিচ্ছবি। মানবেতিহাসের গোড়ার দিকে উদ্ভিদজাত ও প্রাণীজ উভয়বিধ খাবারের জন্য অবচেতনভাবেই...
" />