বর্তমান বাঙালির খাদ্য, পোশাক-পরিচ্ছদ এবং অলংকার বাংলার সমাজব্যবস্থার সুপ্রাচীনকালের ধারাবাহিক জীবনেরই ঐতিহ্যগত প্রতিফলন। দৈনন্দিন ব্যবহারিক জীবনে, আমাদের প্রতিদিনের অশন-বসন, বিলাস-ব্যসন, চলন-বলন, আমোদ-প্রমোদ, খেলা-ধুলা প্রভৃতি আমাদের মনন, কল্পনা, অভ্যাস ও সংস্কারকে ব্যক্ত করে, অর্থাৎ এগুলো আমাদের মানস সংস্কৃতিকে গঠন করে। কোনো দেশকালবদ্ধ নর-নারীর মনন-কল্পনা, ধ্যান-ধারণা, চিন্তা-ভাবনা প্রভৃতি শুধু ধর্মকর্ম-শিল্পকলা-জ্ঞানবিজ্ঞানেই আবদ্ধ নয় এবং এদের মধ্যে চূড়ান্ত প্রকাশও নয়। জীবনের প্রত্যেকটি কর্মে ও ব্যবহারে আচরণে ও দৈনন্দিন ব্যবহারিক জীবনচর্যার মধ্যেও তা ব্যক্ত এবং... Read more »