মানুষের জীবনে প্রেম আসে নানা রঙে নানা আঙ্গিকে। যে কোনো বয়স বা পরিস্থিতিতেই এর আগমন ঘটতে পারে। সালাম এবং শাহিদার জীবনেও প্রেম আসে। ওদের সংসার আছে, আছে সমাজ। দাম্পত্য জীবনের নানামুখি টানাপোড়েনও আছে। এরই মাঝে বঙ্কিম রেখায় এগিয়ে চলে প্রেম। গৃহবধূ শাহিদা সংসারের সব চাহিদা স্বাভাবিক রেখেও সালামের সাথে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখে। চৌর্য বৃত্তিরত সালামের স্ত্রী আম্বিয়া তাকে একান্ত করেই পেতে চায়। নিরন্তর চেষ্টাও থাকে তার। সালাম স্ত্রীর কাছেই... Read more »